Durga Puja হতে পারে করোনার \'সুপার স্প্রেডার\', আশঙ্কা
2021-10-08 94
দুর্গা পুজোর সময় নিয়ম না মানলে, হিতে বিপরীত হতে পারে৷ তাই দুর্গা পুজোর সময় ভিড় এড়িয়ে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন৷ না হলে দুর্গা পুজোর সময় করোনার গ্রাফ ক্রমশ উর্ধমুখী হতে পারে পশ্চিমবঙ্গে৷ এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে আইসিএমআরের তরফে৷